ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

'সঞ্জু' ভাঙল 'মুন্না ভাই'-এর রেকর্ড

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৮:৪৯:১৪
'সঞ্জু' ভাঙল 'মুন্না ভাই'-এর রেকর্ড

আসলে বক্স অফিস অনেকটাই ঠিক করে দেয় একজন-অভিনেতার ভবিষ্যৎ। তাই রণবীর কাপুর অসাধারণ অভিনেতা একথা সন্দেহ না থাকলেও দীর্ঘদিন ধরে বক্স অফিসে সেভাবে সাফল্য দেখাতে পারছিলেন না। তবে রাজকুমার হিরানি পরিচালিত 'সঞ্জু' বোধহয় রণবীরের ভাগ্যের চাকা ঘোরালো। আর এটা হল আলিয়া রণবীরের জীবনের আসার ঠিক পরপরই। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

ফিল্ম সমালোচকদের অনুমান সত্যি করে মাত্র তিন দিনেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়তে চলেছে রণবীরের 'সঞ্জু'। শুক্রবার অর্থাৎ ২৯ জুন মুক্তি পাওয়ার প্রথম দিন বক্স অফিসে 'সঞ্জু' ব্যবসার পরিমাণ ছিল ৩৪.৭৫ কোটি টাকা। আর দ্বিতীয় দিন শনিবার 'সঞ্জু' ব্যবসা করেছে ৩৮.৬০ কোটি টাকা। অর্থাৎ দুদিন মিলিয়ে সঞ্জুর ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৭৩.৩৫ কোটি টাকা, রোববার ৩৯ কোটি টাকা অর্থাৎ এর মধ্যেই 'সঞ্জু' ১১২.৭৫ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

ইতিমধ্যেই সারা বিশ্বের বক্স অফিসে ব্যবসার বিচারে 'সঞ্জু' ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। রণবীর কাপুরের এই ছবিটি বিশ্ব ব্যাপী ১১৬.৬৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। খুব তাড়াতাড়ি এটি ১৫০ কোটির ক্লাবেও ঢুকে পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে রাজকুমার হিরানির অন্যান্য ছবিগুলোর ব্যবসাও ভেঙে দিয়েছে 'সঞ্জু'। বলিউড লাইফ সূত্রে খবর এই ছবিটি 'লাগে রহো মুন্না ভাই'-এর রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে সঞ্জয় দত্ত অভিনীত 'লাগে রহো মুন্না ভাই' বক্স অফিসে ৭২ কোটি টাকার ব্যবসা করেছিল। আর 'সঞ্জু' তিন দিনেই ১০০ কোটি ছাড়িয়েছে। এখন 'সঞ্জু'র সামনে রয়েছে 'পিকে' ও 'থ্রি ইডিয়ডস'-এর রেকর্ড।

পিকে- ৩৪০ কোটি টাকা

থ্রি ইডিয়ডস-২০৩ কোটি টাকা

সঞ্জু- ১১২.৭৫ কোটি টাকা

লগে রহো মুন্না ভাই- ৭২ কোটি টাকা

মুন্না ভাই এম বি বি এস- ৫০.৫০ কোটি টাকা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে