ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কপাল খুলছে জুবায়ের হোসেন লিখনের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৫:২৭:২৬
কপাল খুলছে জুবায়ের হোসেন লিখনের

তবে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য তাকে পাচ্ছেনা 'এ' দল। জানা গিয়েছে সিরিজের তৃতীয় টেস্টে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন এই স্পিনার।

গেল বছর অক্টোবরে সর্বোশেষ আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্পিনার। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট শিকার করেন এই তিনি।

১০ তারিখ সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ডানহাতি এই লেগ স্পিনারের।

এদিকে তৃতীয় ম্যাচে মাঠে নামতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। শোনা যাচ্ছে উইন্ডিজ সফরে যাওয়ার আগে এই ম্যাচ দিয়ে নিজেকে ঝালাই করে নিবেন তিনি।

এর আগে অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য 'এ' দলে যোগ দিতে চট্টগ্রাম গিয়েছেন উইকেট রক্ষক আনামুল হক বিজয় এবং পেসার এবাদত হোসেন। দুজনই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন বলে ধারনা করা হচ্ছে।

তবে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার মিজানুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। পিঠের চোটের কারণে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে