ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আইসিসির হল অফ ফেমে দ্রাবিড়-পন্টিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৫:২৪:২৫
আইসিসির হল অফ ফেমে দ্রাবিড়-পন্টিং

এরা হলেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং এবং ইংলিশ নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্লেয়ার টেইলর। রবিবার ডাবলিনের বর্ণোজ্জ্বল অনুষ্ঠানে এই তিন জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লিখালেন দ্রাবিড়। তাঁর আগে বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলেকে হল অফ ফেম’এর অন্তর্ভূক্ত করেছে আইসিসি৷

'হল অফ ফেম' এ অন্তর্ভুক্ত হতে পেরে অনেক গর্বিত ভারতের এই লিজেন্ড। কিংবদন্তীদের দলে তাকে যোগ করার জন্য আইসিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্রাবিড়। একই সাথে তার ক্রিকেট ক্যারিয়ারকে এত উঁচু পর্যায় নেয়ার পেছনে যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদেরকেও ধন্যবাদ জানান ৪৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। কৃতজ্ঞতার ভাষায় তিনি জানান,

'হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া অনেক সম্মানের। আমি আইসিসির কাছে এর জন্য অনেক কৃতজ্ঞ। আমার ক্রিকেট ক্যারিয়ার যাদের দেখে শুরু হয়েছে তাদের গ্রুপে নাম থাকা এটা আমার জন্য সৌভাগ্যের।

আমি এর জন্য বেশ কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যার আমার স্বপ্ন পূরণ করতে যথাসম্ভব সচেষ্ট ছিল। পরিবার থেকে শুরু করে আমার সতীর্থ এবং কোচদের যার আমাকে সঠিক জিনিস শিখিয়েছে, সবার কাছেই আমি কৃতজ্ঞ। তাদের সমর্থন এবং ভালবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি।'

দ্রাবিড়ের পাশাপাশি এই সম্মানের মালিক হয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। টানা তিনবার অজিদের বিশ্বকাপের শিরোপা এনে দেয়া এই অধিনায়ককে আইসিসির 'হল অফ ফেম' এ অন্তর্ভুক্ত করায় আইসিসিকে ধন্যবাদ জানান তিনি নিজেই। পাশাপাশি নিজের পরিবার, কোচ এবং সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার ভাষায়,

'আমি আইসিসির দ্বারা এই ভাবে স্বীকৃতির জন্য গভীরভাবে সম্মানিত বোধ করছি। একজন ক্রিকেটার হিসেবে প্রতি মুহূর্তকে আমি ভালবেসেছি। দলের সাথে সাথে ব্যক্তিগতভাবেও আমি অনেক গর্বিত।

বেশ কিছু মানুষের সাহায্য ছাড়া এটা কখনও সম্ভব ছিল না। বিশেষ করে কোচ, সতীর্থ এবং অন্য সবাই যারা আমাকে সমর্থন করেছে। আমি আলাদাভাবে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে যারা সব সময় আমার পাশে ছিল।'

এছাড়াও এই তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান ক্লেয়ার টেইলর। নিজের নাম বড় মানের ক্রিকেটারদের পাশে যোগ করতে পেরে খুবই আনন্দিত এই ক্রিকেটার।

ক্যারিয়ারের শুরু থেকে যাদেরকে দেখে তিনি বড় হয়েছেন তাদের পাশে নিজের নাম থাকাকে অনেক বড় সম্মানের বিষয় হিসেবে মানছেন ৪২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। এ প্রসঙ্গে তার বক্তব্য,

'আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি খুবই সম্মানিত হয়েছি। বিশ্বের সেরা ক্রিকেটার যাদেরকে আমার ক্যারিয়ারের শুরু থেকে দেখে এসেছি তাদের পাশে নিজের নাম লিখাতে পেরে অনেক গর্বিত আমি।

ইংল্যান্ডের হয়ে খেলার মতো স্বপ্নকে যারা সমর্থন করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাবা, মা থেকে শুরু করে ইংল্যান্ড বোর্ডের সবাইকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মার্ক লেন যে আমার ক্রিকেটের জ্ঞানকে সমৃদ্ধ করতে সদা সচেষ্ট ছিল।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে