ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আরও কঠিন সময় অপেক্ষা করছে স্মিথ-ওয়ার্নাদেরঃ টেইলর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৫:২০:৪৪
আরও কঠিন সময় অপেক্ষা করছে স্মিথ-ওয়ার্নাদেরঃ টেইলর

আর নয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয় ক্যামেরন ব্যানক্রফটকে। যেকারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি খেলা হয়নি তাদের। ব্যানক্রফটের নিষেধাজ্ঞা কয়েকমাস পর শেষ হলেও আরও নয় মাসে অপেক্ষা করতে হবে স্মিথ এবং ওয়ার্নারকে।

দলের বাইরে থাকা এই তিন ক্রিকেটারের জন্য অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পরিচালক মার্ক টেইলর। গেল ইংল্যান্ড সিরিজটি অজিদের এত বাজেভাবে পরাজিত হওয়া,অজি সাবেক অধিনায়ক স্মিথের কাছে খুবই বেদনাদায়ক বলে মনে করে এই বোর্ড কর্মকর্তা। এ প্রসঙ্গে তার মন্তব্য,

'আগামী নয় মাস স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের জন্য অত্যন্ত কঠিন সময় হতে যাচ্ছে। কারণ তারা গ্রীষ্ম পর্যন্ত দলের বাইরে থাকবে এবং দলের বাইরে থেকে অনেক খেলা দেখতে হবে। যেটা সত্যিই অনেক কষ্টদায়ক।

অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ডে খেলা এবং পরাজিত হওয়া এটা স্টিভ স্মিথের জন্য সত্যিই অনেক বেদনাদায়ক ছিল। যখন অস্ট্রেলিয়ায় সিরিজ হবে কিন্তু তারা খেলতে পারবে না এটা তাদের জন্য গ্রহন করা অনেক কঠোর হবে।'

তবে বোর্ড পরিচালক মার্ক মনে করেন, অভিযুক্ত ক্রিকেটারদের দেয়া শাস্তি কঠোর হলেও ন্যায্য। ভুল করলে তার শাস্তি ভোগ করতেই হবে এটাই স্বাভাবিক। একই সাথে এই শাস্তি প্রদানের ফলে অজি বোর্ড বিশ্বের কাছে তাদের সম্মান অক্ষুন্ন রাখতে পেরেছে বলেও মনে করেন তিনি। তার ভাষায়,

'কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটা তাদের তিনজনের জন্যই ভালো হবে। সে এবং বাকি দুইজন বড় একটি ভুল করেছে এবং তার ফল এখনও ভোগ করছে। আমি মনে করি তাদের প্রাপ্ত শাস্তি খুব কঠোর কিন্তু ন্যায্য। বিশ্ব ক্রিকেটকে দেখাতে পেরেছি আমরা এ ধরনের প্রতারণাকে সমর্থন করি না।'

দক্ষিন আফ্রিকায় ঘটে যাওয়া সেই বাজে কাণ্ডের জন্য ক্রিকেটারদের মানসিক চাপকেই প্রধান কারণ হিসেবে দেখছেন এই সাবেক অজি ক্রিকেটার। অতিরিক্ত চাপের ফলে দুর্ভাগ্যবশত বল টেম্পারিংয়ের মতো ন্যাক্কারজনক কাজটি করে ফেলে তারা এমনটাই বিশ্বাস এই কর্মকর্তার। মার্ক টেইলরের ভাষায়,

'অ্যাসেজে ৪-০ তে জেতার পর তারা নিউজিল্যান্ডের বিপক্ষেও টি টুয়েন্টি জিতেছিল। যার ফলে সবাই ভেবে নিয়েছে তারা খুব ভালো সময়ই কাটাচ্ছে। কিন্তু তাদের উপর চাপ নিয়ে কেউ চিন্তাও করেনি।

বিশেষ করে অধিনায়ক স্মিথ এবং সহঅধিনায়ক ওয়ার্নার অনেক চাপে ছিল। দুর্ভাগ্যবশত এটি তাদেরকে বল টেম্পারিংয়ের দিকে ঠেলে দিয়েছে এবং এ ব্যাপারে স্মিথ তেমন কোন ভূমিকা রাখেনি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে