ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এ দলে ডাক পেলেন এনামুল হক বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১৫:০৮:৩২
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এ দলে ডাক পেলেন এনামুল হক বিজয়

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ আগামীকাল আবারো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এ দল। বাংলাদেশ সময় সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চার দিনের টেস্ট ম্যাচে ড্র করেছে বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৪৪৯ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে খালেদ অাহমেদ চারটি, আবু হায়দার রনির দুইটি এবং নাজমুল ইসলাম একটি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়লে ও মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ দল। মূলত শ্রীলঙ্কায় দলের বিপক্ষে এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৩৫ এবং সাব্বির রহমানের ১৬৫ রানে ৪১৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা ২৬২ রান করলে দুই দলের অধিনায়ক ম্যাচটি ড্র মেনে নেয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে