ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জমে উঠেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১২:০৩:২১
জমে উঠেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম

এদিকে সিরিয়ালের ব্যস্ততার জন্য নাকি প্রেমিক অঙ্কুশকে সময়ই দিতে পারেন না ঐন্দ্রিলা। এই মুহূর্তে অভিনেত্রীর ‘ফাগুন বউ’ সিরিয়ালটি প্রচারিত হচ্ছে।

সেখানে নায়ক বিক্রমের সঙ্গে তার রসায়ন কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আলোচনা চলছে ভক্তদের মাঝে। কিন্তু এই শুটিংয়ের চাপেই নাকি ব্যক্তিগত জীবনে নিজের নায়ককে একেবারেই সময় দিতে পারছেন না ঐন্দ্রিলা!

তবে অঙ্কুশের সেই আক্ষেপ কিছুটা হলেও কমেছে। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘এটাকেই বলে টাইমপাস অ্যাটিচিউড।’ শুটিংয়ের মাঝেই নিজেদের জন্য সময় বের করে নিয়েছেন তারা।

বাবা যাদবের পরিচালনায় ‘ভিলেন’ ছবির মাধ্যমে আবারও সরব হচ্ছেন অঙ্কুশ। ছবিতে তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী।

অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে