ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মহানাটকীয় ক্রোয়েশিয়া-ডেনমার্ক টাইব্রেকারে যা ঘটেছিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১০:৫৩:২২
মহানাটকীয় ক্রোয়েশিয়া-ডেনমার্ক টাইব্রেকারে যা ঘটেছিল

বিশ্বকাপের চূড়ান্তপর্বে ক্রোয়েশিয়াকে কখনো এই পরীক্ষাটা দিতে হয়নি। সেটি স্নায়ুক্ষয়ী টাইব্রেকার-পরীক্ষা। অতিরিক্ত সময়ে লুকা মডরিচের পেনাল্টি মিস ক্রোয়েশিয়াকে শেষ আটে এক পা দেওয়া থেকে পিছিয়ে সেই পরীক্ষায় নামিয়ে দিয়েছিল। গোলরক্ষকদের দেয়াল হয়ে দাঁড়ানোর এই ম্যাচে ক্রোয়েশিয়াকে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তুলেছেন ইভান রাকিতিচ আর গোলরক্ষক সুবাসিচ। যিনি একাই ঠেকালেন তিনটি পানাল্টি আর হয়ে গেলেন ম্যাচের নায়ক।

‘সাডেন ডেথ’ মুহূর্তে তাঁর লক্ষ্যভেদেই ৩-২ গোলের জয়ে ডেনমার্ককে বিদায় করে ’৯৮ বিশ্বকাপের পথে হাঁটা অব্যাহত রাখল ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্ম। তার আগে ম্যাচটা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

টাইব্রেকারে যা হয়েছে:

#ডেনমার্কের হয়ে প্রথম শট নেন ক্রিস্টিয়ান এরিকসন। ক্রোয়েশিয়ান গোলরক্ষক সেটি ঠেকিয়ে দেন।

#ক্রোয়েশিয়ার প্রথম শট নিতে আসেন মিলান বাদেলজ। সেটি ঠেকিয়ে দেন ডেনমার্ক গোলরক্ষক।

#ডেনমার্ক দ্বিতীয় শটে গোল পায়।#ক্রোয়েশিয়াও দ্বিতীয় শটে গোল পায়।#ডেনমার্ক তৃতীয় শট থেকে গোল পায়।#ক্রোয়েশিয়াও তৃতীয় শটে গোল পায়। নির্ধারিত সময়ে পেনাল্টি মিস করা মদ্রিচ এবার গোল করেন।

#ডেনমার্কের চতুর্থ শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।#ক্রোয়েশিয়ারও চতুর্থ শট ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক!#ডেনমার্কের পঞ্চম শট পা দিয়ে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক!

#ক্রোয়েশিয়ার শেষ শট আর ঠেকাতে পারেননি ডেনমার্ককে এত সময় টিকিয়ে রাখা গোলরক্ষক। রাকিটিচ বল জালে জড়ালে তারা হেরে যান ৩-২ ব্যবধানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে