ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বিশাল সাইজের মাছ শিকার করে নাসিরের হৈচৈ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১০:৫১:৪৬
বিশাল সাইজের মাছ শিকার করে নাসিরের হৈচৈ!

আজ তার নিজের ইনস্টাগ্রামে ৩ টি মাছ ধরা ছবি পোস্ট করেন নাসির। সেখানে এক বিশাল মাছ শিকার করতে দেখা যায় নাসিরকে। সেখানে নাসির লিখেন “I Love Fishing…..’

আপাতত নাসিরের সার্বক্ষণিক সঙ্গী দুটি ক্রাচ। এখন আছেন নিজ শহর রংপুরে। তাই মনে করা হচ্ছে এটি তার বাড়ি রংপুর এলাকার কোন জায়গা হবে।

এদিকে, অস্ত্রোপচারের পর থেকে ৬-৭ মাস লাগবে ফিরতে, এটা জানাই ছিল। অস্ত্রোপচারের দেরিতে তাই পিছিয়ে যাচ্ছিল মাঠে ফেরার সময়ও। কিন্তু অপেক্ষা ছাড়া কিছুই করার ছিল না নাসিরের। চোটে যেহেতু নিজের দায় ছিল অনেক বেশি, আক্ষেপও তাই ছিল বেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে