ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বল হাতে আবারো মাঠে ফিরছেন মোস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১০:৪৭:১০
বল হাতে আবারো মাঠে ফিরছেন মোস্তাফিজ

অনেকদিন পর ২২ গজে ফিরেও পুরো রান-আপেই বল ছুঁড়েছেন মুস্তাফিজ। তবে পুরনো ছন্দ ফিরে পেতে লাগবে আরও কয়েকদিন। তার আগে ফিজিও-ট্রেনারদের পরামর্শ অনুযায়ী চালিয়ে যাবেন রুটিনমাফিক অনুশীলন।

আইপিএলে নিজের প্রথম আসরের পর এবার তৃতীয় আসর শেষেও চোট নিয়ে বাংলাদেশে ফিরেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। পায়ের অগ্রভাগের সেই চোট প্রথমে মারাত্মক বলে মনে হয় নি। তাই আফগানিস্তান সিরিজের স্কোয়াডে থেকে যথারীতি দলের সাথে চালিয়ে গেছেন অনুশীলন, যোগ দিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেও। তবে তিন ম্যাচের ঐ টি-২০ সিরিজকে সামনে রেখে দল সিরিজের ভেন্যু দেরাদুনে উড়াল দেওয়ার প্রাক্কালে জানা যায়, ঐ চোটের কারণেই খেলার জন্য ফিট নন মুস্তাফিজ।

এরপর উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে মুস্তাফিজের ফিরে আসার প্রত্যাশা করা হলেও চোট বাধা দিয়েছে সেখানেও। তাই তাকে ছাড়াই দল উড়াল দিয়েছে ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে