ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আবারো অধিনায়ক পরিবর্তন করে আজ যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ১০:৪২:৩৮
আবারো অধিনায়ক পরিবর্তন করে আজ যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

মেক্সিকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচ।

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে আবারো অধিনায়ক পরিবর্তন করেছেন ব্রাজিল কোচ তিতে।ব্রাজিলের দায়িত্ব কাঁধে নিয়েই একের পর এক চমক দেখিয়েছেন প্রফেসর টিটে। বদলে দিয়েছেন পুরো দলের চেহারা। টিটের নতুন নতুন ভাবনা এবং ক্রিয়া বিশেষ গুরুত্ব দিয়েছে দলে। তারই এক জলন্ত উদাহরণ অধিনায়ক নির্বাচন। প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন অধিনায়ক দিয়ে খেলিয়েছেন প্রত্যেক টি ম্যাচ।

রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে অধিনায়ক এর আর্মব্যান্ড পরেছিলেন মার্সেলো, দ্বিতীয় ম্যাচে থিয়াগো সিলভা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরান্ডা। রাউন্ড অফ সিক্সটিনে মেক্সিকোর বিপক্ষে অধিনায়ক এর আর্মব্যান্ড তুওএ দিয়েছেন আবারও সিলভা’র হাতেই। যথেষ্ট পরিপক্ব এবং আস্থাভাজন সিলভা নেতৃত্ব দেবেন আজকের ব্রাজিল দলকে।

তবে অধিনায়ক পরিবর্তন হলে মুল একাদশে তেমন কোন পরিবর্তনের আভাস দেননি তিতে।এছাড়াও আগের ম্যাচে ইনজুরিতে পড়া মার্সেলো শুরু থেকেই থাকবেন মাঠে।তাই আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন সে একাদশই নিয়ে আবারো আক্রমনভাগ সাজাবে ব্রাজিল।

ব্রাজিল : (৪-৩-৩) এলিসন, ফাগনার, সিলভা, মিরান্দা, মার্সেলো, ক্যাসেমিরো, পৌলিনহো, উইলিয়ান, কৌতিনহো, নেইমার ও জেসুস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে