ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

৩৫ মিনিট শেষে ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক খেলার ফলাফল (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০২ ০০:২৫:৪০
৩৫ মিনিট শেষে ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক খেলার ফলাফল (লাইভ দেখুন)

৫৮ সেকেন্ডে লম্বা থ্রো থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি ডেনিশ তারকা ম্যাথিয়াস ইয়োর্গেনসেন। তবে তিন মিনিট (৪র্থ মিনিট) পরেই ক্রোয়েশিয়ার আক্রমণ থেকে মারিও মান্দজুকিচ গোল করলে ১-১ গোলে সময়তা ফেরে তারা।

শেষ ষোলোর ম্যাচের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামছে তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ মিনিট শেষে ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক খেলার ফলাফল ১-১।

ক্রোয়েশিয়া দল:দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

ডেনমার্ক দল:কাসপার স্মাইকেল, সিমন কাজায়ের, ইয়োনাস নুডসেন, আন্দ্রেস ক্রিস্টেনসেন, টমাস ডেলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, মার্টিন ব্রেইদওয়াইট, ম্যাথিয়াস ইয়োর্গেনসেন, হেনরিক ডালসগার্ড, ইউসুফ পৌলসেন, আন্দ্রেয়াস কর্নেলিয়াস।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে