ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেষ বলে নাটকীয় ভাবে ম্যাচ হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ২২:৪৯:৪১
শেষ বলে নাটকীয় ভাবে ম্যাচ হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দেওয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দুই ওপেনার। দলীয় ২৮ রানের মাথায় আয়ারল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন পান্না ঘোষ। এরপরে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান লুইস এবং ড্যানি। লুইস ৩১ বলে ৫০ এবং ড্যানা ৩৮ বলে ৪৬ রান করেন।

এর আগে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করে ১৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ করে দুই ওপেনার শারমিন সুলতানা এবং আয়েশা রহমান।

শারমিন ৩০ এবং আয়েশা ২৭ রানে আউট হন। এরপরের ব্যাটিং তান্ডব শুরু করেন ফারগানা। তুলে নেন ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি। তার ৪৭ বলে ৬৬ রানে অায়ারল্যান্ডকে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সালমা খাতুন (সি), নিগার সুলতানা, ফাহিমা খাতুন, সঞ্জদা ইসলাম, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজুল কুবরা, নাহিদা আক্তার, আয়াশা রহমান,শামিমা সুলতানা, ফারগানা হক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে