ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইংলিশদের চোখ রাঙ্গানি দিচ্ছেন 'ক্ষুধার্ত' কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১৫:৪৬:২০
ইংলিশদের চোখ রাঙ্গানি দিচ্ছেন 'ক্ষুধার্ত' কোহলি

শেষবার ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সফরকারী দল হিসেবে গিয়েছিল ভারত। সেই সফরে ব্যাট হাতে সবচেয়ে নিস্প্রভ ছিলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা ভিরাট। সিরিজে ১০ ইনিংস খেলে ১৩.৪ গড়ে করেছেন মাত্র ১৩৪ রান।

তবে এবার সেই ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে মুখিয়ে আছেন ভিরাট, এমনটাই বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের। তিনি মনে করেন, এসব ব্যর্থতাই তাকে সর্বোচ্চ চূড়ায় ওঠার প্রেরণা দিয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সাবেক এই কিংবদন্তীর ভাষায়,

'সে (কোহলি) ২০১৪ সালের ব্যর্থতাকে এবার সাফল্যে পরিণত করবে। এটা ঠিক যে সে সারের হয়ে খেলতে পারেনি, আমি বিশ্বাস করি তবুও সেখানে ভালো করবে। ২০১৪ সালে সে খারাপ সময় কাটিয়েছে কিন্তু সেটা ছিল তার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওঠার প্রথম ধাপ। এখন সে সেরাদের একজন। সেই সব অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সেখানে তার জন্য অনেক রান অপেক্ষা করছে।'

এদিকে, কাউন্টি ক্রিকেটের এবারের আসরে সারের হয়ে খেলতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। তবে ইনজুরির কারনে সেখানে যাওয়া হয়নি তার এবং যার পরিবর্তে মাসখানেকের জন্য বিশ্রামে থাকেন তিনি। সামনের দিনগুলোতে ভালো ক্রিকেট খেলার জন্য এই বিরতিটিই কোহলির জন্য অত্যন্ত জরুরী ছিল বলে মনে করে গাভাস্কার। এ প্রসঙ্গে তার বক্তব্য,

'সে খুবই ভালো মানের ক্রিকেটার। রান করার জন্য তার কাউন্টিতে খেলার দরকার পড়ে না। অন্য সব কিছুর চেয়ে তার বেশি প্রয়োজন বিশ্রামের। যার জন্য সে পুরো এক মাস পেয়েছে। এই বিরতি তাকে ইংল্যান্ডে রান করার জন্য ক্ষুধা যোগাবে।'

এছাড়াও বর্তমান বিশ্বের এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে কথা বলেছেন ভারতের আরেক সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। তিনি মনে করেন, ভিরাট বিশ্বের যে কোন প্রান্তে ভালো খেলার সামর্থ্য রাখে। তবে ইংলিশদের বিপক্ষে ২০১৪ সালের সিরিজটি তাকে আরও মজবুত করেছে। টেন্ডুলকার বলেছেন,

'ভালো ক্রিকেটার পৃথিবীর যে কোন প্রান্তে রান করতে চেষ্টায় থাকে। গত সিরিজ তার জন্য তেমন ভালো ছিল না, তাই আমি নিশ্চিত সে ইংল্যান্ডে এবার ভালো খেলতে চাইবে এবং রান করতে চেষ্টা করবে। সেখানে রান করার ক্ষুধা তাকে কঠোর পরিশ্রম করতে এবং ভালো পারফর্ম করতে অনুপ্রেরনা যোগাবে। সে এমন একজন ক্রিকেটার যার নিজের উপর বিশ্বাস রয়েছে। আমি এ বিষয়ে নিশ্চিত, সে কোন কাজই অসমাপ্ত রাখতে চায় না।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে