ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মাশরাফি কখনও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করেনি : মাশরাফির ছোটবেলার শিক্ষক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১৫:৪২:৩১
মাশরাফি কখনও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করেনি : মাশরাফির ছোটবেলার শিক্ষক

মাশরাফির নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আহম্মেদ বলেন, ‘ও আমার খুব প্রিয় ছাত্র ছিল। খুব মেধাবী না হলেও নিয়মিত স্কুলে আসতো। ক্লাসে এসে মাশরাফি সবসময় মাঝখানে বসতো। ছোটবেলা থেকেই ওর মধ্যে একটা নেতৃত্বের ভাব ছিল। ছাত্রদের কোনো দাবি-দাওয়া থাকলে মাশরাফিই সেটা আমাদেরকে প্রথমে জানাতো।

স্কুলে যখন ঈদে মিলাদুন্নবী, ছাত্র ও শিক্ষকদের বিদায় অনুষ্ঠান হতো, মাশরাফি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে অনুষ্ঠানগুলো করতো। যেদিন বৃষ্টি হতো দল বেঁধে আমার কাছে ফুটবল খেলার অনুমতি নিতে আসতো।

ও খুব ভাল ফুটবল খেলতো। যখন আন্তঃস্কুল খেলা হতো, মাশরাফি সেই খেলায় অংশ নিতো। ছোটবেলা থেকে ও অনেক ভালো দৌড়াতে পারতো। স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো মাশরাফি প্রতিবছরই একাধিক পুরস্কার পেতো। সে কখনও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করেনি।’এখনও মাশরাফি প্রিয় এই শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কিছুদিন আগে এই শিক্ষকের চাহিদা অনুযায়ী নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মসজিদে একটি শীতাতপ যন্ত্র (এসি) কিনে দিয়েছেন তিনি।সূত্র : বাংলানিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে