ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

'ভারতীয় দলে হায়দ্রাবাদের সাকিবের অভাব'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১৫:৩৩:২০
'ভারতীয় দলে হায়দ্রাবাদের সাকিবের অভাব'

সম্প্রতি সময়ে দারুণ ফর্মে আছে দু'দলই। তাই সিরিজটা জিততে হলে দু'দলকেই নিজেদের সেরাটা দিতে হবে। এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হার্শা ভোগলে।

টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক এই সিরিজের লড়াই। আর টি-টুয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছেন তিনি। তবে ভারতের টি-টুয়েন্টি দল থেকে তাদের ওয়ানডে দলকেই এগিয়ে রেখেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

এর কারণ হিসেবে তিনি ভারতের বোলিংকে এগিয়ে রেখেছেন। উদাহরণ দিতে গিয়ে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে টেনে এনেছেন। হায়দ্রাবাদের পঞ্চম বোলার হিসেবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

পঞ্চম বোলার হিসেবে এবার ১৪ উইকেট নিয়েছেন তিনি। আর ইংলিশদের বিপক্ষে বোলিং লাইন আপ ঠিক করতে হায়দ্রাবাদের স্ট্র্যাটেজি অনুকরণ করতে বলেছেন এই ক্রিকেট ধারাভাষ্যকার। ভারতীয় দলে হায়দ্রাবাদের সাকিবের অভাব জানিয়ে ক্রিকবাজকে তিনি বলেন, 'হায়দ্রাবাদের পঞ্চম বোলার (সাকিব) ব্যাট করেছেন টপ অর্ডারে আর ভারতের পঞ্চম বোলারকে ব্যাট করতে হবে সাত নম্বরে। কিন্তু কোহলিকে যদি ষষ্ঠ বোলারের জন্য যেতে হয় তাহলে যেতে হবে রায়নার কাছে। যিনি চেন্নাইয়ের জার্সিতে বোলার হিসেবেও সফল ছিলেন।'

উল্লেখ্য যে, চলতি মাসের ৩ তারিখ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে দু'দল। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময়ে রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে