ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটে বিরল এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১৪:০০:৪৬
টেস্ট ক্রিকেটে বিরল এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান

এই সিরিজে এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ২০০ উইকেটের মাইলফলকে সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার। বর্তমানে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আর মাত্র ১২ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। এই দুই টেস্ট ম্যাচের মধ্যে ১২ টি উইকেট পেতে হবে সাকিব আল হাসানকে। কিছুদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান এবং ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এবার টেস্ট ক্রিকেটে ৩৫০০ রান এবং ২০০ উইকেটের সামনে দাঁড়িয়ে তিনি।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫১ ম্যাচে ৯৬ ইনিংসে ৩৫৯৪ রান সংগ্রহ করেছেন সাকিব। পাঁচটি সেঞ্চুরি সহ ২২ টি হাফ সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ২১৭। অন্যদিকে বল হাতে ৮৬ ইনিংসে ১৮৮ উইকেট লাভ করেছেন সাকিব। ১৭ বার নিয়েছেন ৫ উইকেট এবং দুইবার নিয়েছেন ১০ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে