ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনিং এ তামিমের সঙ্গী হচ্ছেন কে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১৩:৫১:০৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনিং এ তামিমের সঙ্গী হচ্ছেন কে?

১১ বছর আগের সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে আগামী ৪ জুলাই থেকে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের চমৎকার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

একসাথে সেঞ্চুরি করেছেন তামিম এবং মাহমুদুল্লাহ। হাফ সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। বোলিংয়ে স্পিনারদের থেকে ভালো বোলিং করেছে দেশের পেস বোলাররা। এদিকে বাংলাদেশ চার ওপেনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়েছে। সৌম্য সরকার বাদ পড়লেও বাংলাদেশ দলে রয়েছে ইমরুল কায়েস, নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস এবং নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

তবে প্রথম টেস্টের তামিম ইকবালের সঙ্গে কে হচ্ছেন এটা এখনও অনিশ্চিত। প্রস্তুতি ম্যাচের সেভাবে মিলে ধরতে পারিনি লিটন কুমার দাস এবং নাজমুল হাসান শান্ত। শেষের দিকে ব্যাটিং করতে নেমে ৪০ রান সংগ্রহ করেছিলেন ইমরুল কায়েস। তবে উইকেটকিপার হিসেবে একাদশে অনেকটাই নিশ্চিত লিটন কুমার দাস। সে দিক থেকে নড়াই হতে পারে নাজমুল হাসান শান্ত এবং ইমরুল কায়েসেরর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে