ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

স্যালুট ‘স্পোর্টসম্যান রোনালদো’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১১:২০:২৮
স্যালুট ‘স্পোর্টসম্যান রোনালদো’

ম্যাচ হারলেও নিজের মহানুভবতার আঁচ দিলেন রোনালদো। কাভানির জোড়া গোলে ততক্ষণে পর্তুগালের বিদায়ের ঘন্টা বাজছে। হুট করে পায়ে চোট পান কাভানি। ছুটে আসেন রোনালদো। কাভানির হাত ঘাড়ে তুলে নিয়ে পার করেন পুরোটা পথ। ফিফার মূলমন্ত্র ‘My Game Is Fair Play’ ক্রিশ্চিয়ানো রোনালদো যেন তাই করে দেখালেন। স্যালুট স্পোর্টসম্যান রোনালদো

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে