ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

টানা চতুর্থবারের মত বিশ্বকাপ থেকে মেসির খালিহাতে বিদায়; আর কত?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১১:১৬:৪৬
টানা চতুর্থবারের মত বিশ্বকাপ থেকে মেসির খালিহাতে বিদায়; আর কত?

যেমনটা ঘটেছিলো জার্মানি, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে, বার্সা তারকার হাতে এবারও উঠল না বিশ্বকাপের মহার্ঘ ট্রফি। ফলে ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়ার পথ আবারও বাধাগ্রস্ত হলো মেসির।

আগের তিন বিশ্বকাপের মতোই আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ নকআউট পর্বে গোল করতে ব্যর্থ হলেন। যদিও দলকে বিপদমুক্ত করতে তার চেষ্টার কোন ত্রুটি ছিল না। গোল না পেলেও ফ্রান্সের বিপক্ষে ম্যাচে দুই গোলে তার সহায়তা ছিল।

২০০৬ সালে স্বাগতিক জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। একই দলের বিপক্ষে ৪-০ গোলে হেরে বিদায় ঘটে ২০১০ বিশ্বকাপ থেকে। ২০১৪ সালের বিশ্বকাপে আবারও একই দলের বিপক্ষে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে হেরে তীরে এসে তরি ডুবে মেসিদের।

এবার অবশ্য আগেভাগেই বিদায় ঘটেছে ফরাসিদের কাছে শেষ ষোল’র ম্যাচে ৪-৩ গোলে হেরে।

আবারও বিশ্বকাপে খেলতে হলে ৩৫ বছর বয়সে মাঠে নামতে হবে মেসিকে। অবস্থাদৃষ্টে মনে হয়না আবারও এমন সুযোগ থাকছে তার সামনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে