ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রথম দিনেই ৩০ কোটির গণ্ডি ছাড়াল 'সঞ্জু'

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১১:০২:৫০
প্রথম দিনেই ৩০ কোটির গণ্ডি ছাড়াল 'সঞ্জু'

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে 'সঞ্জু'র ব্যবসার পরিমাণ ৩৪.৭৫ কোটি টাকা। যা রণবীরের প্রথম দিনের বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙল। এর আগে রণবীরের 'বেশরম' ছবিটির ব্যবসার পরিমাণ ছিল ২১,৫৬ কোটি টাকা। তার উপর 'বেশরম' মুক্তি পেয়েছিল গান্ধী জয়ন্তির দিন। ফিল্ম সমালোচক তরণ আদর্শের আশা ছবিটি মাত্র ৩ দিনেই ১০০ কোটির গণ্ডি ছাড়াবে। প্রসঙ্গত, তরণ আদর্শ এই ছবিকে ৫ এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন।

বলা যেতে পারে 'সঞ্জু' সাম্প্রতিক মুক্ত পাওয়া সালমানের 'রেস থ্রি'কেও টেক্কা দিল। 'রেস থ্রি'র প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ২৯ কোটি টাকা। প্রসঙ্গত সোশ্যাল সাইটে সালমানের ভক্তরা এ বিষয়ে রণবীরকে ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে