ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘সঞ্জু’ দেখে আলিয়া যা বললেন…

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০১ ১১:০০:৪৫
‘সঞ্জু’ দেখে আলিয়া যা বললেন…

দর্শক তো বটেই, বলিউড তারকাদের মতামতও রণবীরের কাছে যে সমান গুরুত্বপূর্ণ, তা বহু বার জানিয়েছেন নায়ক। কিন্তু এই মুহূর্তে আলিয়া কী বলছেন, তা নায়কের কাছে আলাদা মাত্রা রাখে। অন্তত রণবীরের সিনেমা দেখে আলিয়ার ফিডব্যাক অডিয়েন্সের একটা বড় অংশের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ইদানীং এই জুটির ব্যক্তিগত রসায়ন ইন্ডাস্ট্রিতে আলোচনার বিষয়।

বৃহস্পতিবার স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ‘সঞ্জু’ দেখেছেন আলিয়া। তারপর সাংবাদিকদের তিনি বলেন, ‘অসাধারণ। আমার সত্যিই ভাল লেগেছে। আমার দেখা সেরা ১০ সিনেমার তালিকার ওপর দিকে থাকবে এই ছবি। আর রণবীর তো অসাধারণ।’

শুধু রণবীর নন, আলিয়া ‘সঞ্জু’র পরিচালক রাজকুমারেরও প্রশংসা করেছেন। ‘আমি রাজকুমারের অনুরাগী। তার যে কোনও ছবি রিলিজ করলেই, আমি দেখি। আর এটা তো অসাধারণ’ শেয়ার করেছেন নায়িকা।

অয়ন মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এ স্ক্রিন শেয়ার করেছেন রণবীর এবং আলিয়া। এই ছবির শুটিং থেকেই তাদের প্রেম নিয়ে গসিপ শুরু হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি কোনও তারকাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে