ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যেখানে ম্যাচটা হেরে গেল আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ২৩:১৬:৫১
যেখানে ম্যাচটা হেরে গেল আর্জেন্টিনা

পেনাল্টি থেকে আঁতোয়ান গ্রিজমানের গোলের পরই কি বিদায়ের ঘণ্টা শুনতে পেয়েছিল আর্জেন্টিনা! ফরাসি এই ফরোয়ার্ড গোল পেলে যে ফ্রান্স কখনো হারে না। কাজানে আজও এই পরিসংখ্যানটা অটুট থাকায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। ফ্রান্সের কাছে ৪-৩ গোলের হারে শেষ ষোলো থেকে বিদায় ঘটল লিওনেল মেসিদের।

শেষ পর্যন্ত ফলটা ৪-৩ বলে আর্জেন্টিনা সমর্থকেরা আফসোস করতে পারেন। ইশ্‌, আরেকটা গোল হলে! শেষ মুহূর্তে তো তিনটা গোলের সুযোগ তৈরি করেছিল মেসিরা! কিন্তু এই হতাশায় আড়াল করা যাবে না, বিশ্বকাপের জন্য ভালো একটা স্কোয়াড নিয়েই আসতে পারেনি আর্জেন্টিনা। গোলরক্ষক নেই, ফ্রান্সের গতিশীল ফুটবলকে প্রথম ধাক্কায় দুর্বল করে দেওয়ার মতো মিডফিল্ড নেই। আর রক্ষণ তো সেই চিরচেনা চেহারায়।

গতিতেই দুর্গতি হয়েছে আর্জেন্টিনার। মাঝমাঠে পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল ফ্রান্সের। সেখান থেকেই ডিফেন্স চিড়ে বেরিয়ে গেছে একের পর এক পাস। এমপাপ্পে ঘণ্টায় ৩৫ কিংবা এরও বেশি গতিতে ছুটে বেরিয়ে গেছেন। অদৃশ্য মাঝমাঠ, দুর্বল রক্ষণ আর শিক্ষানবিশ গোলরক্ষক নিয়ে বিশ্বকাপে মঞ্চে লড়াই করা যায় না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে