ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৯ বছর বয়সী এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ২২:৩৮:৪৫
রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৯ বছর বয়সী এমবাপ্পে

কেন তাকে মেসি-রোনালদো যুগের পর ভবিষ্যতের মহাতারকা ভাবা হয় তা ভালভাবেই বুঝিয়ে দিলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর প্রতম ম্যাচে গোল করার পথে তিনি ষষ্ঠ টিনএজ তারকা হিসেবে এক বিশ্বকাপে একাধিক গোল করলেন।

এর আগে এই রেকর্ডে নাম ছিল পেলে (৬, ব্রাজিল), এদমুন্দ কোনেন (৪, জার্মানি), ম্যানুয়েল রোসাস (২, মেক্সিকো), হোসে আলতাফিনি (২, ব্রাজিল) ও মাইকেল ওয়েন (২, ইংল্যান্ড)। তবে এক জায়গায় এমবাপ্পে সবার চেয়ে এগিয়ে। ১৯৯৮ সালের বিশ্বকাপে মাইকেল ওয়েনের পর একমাত্র এমবাপ্পেই ১৯ বছর বয়সে এই রেকর্ড গড়লেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে