ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এই ৪ জনের কোন দুজন বিদায় নেবেন আজ?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৮:৫২:০৫
এই ৪ জনের কোন দুজন বিদায় নেবেন আজ?

তো এই ৪ জনেই রাশিয়া বিশ্বকাপে এসেছেন বুকের ভেতর সযত্নে শিরোপা-স্বপ্নের বীজ বুনে। কিন্তু এই ৪ জনের যেকোনো দুজনের সাধের শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে যাবে আজই। স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দুজনকে ফিরতে হবে বাড়ি। এদের কোন দুজনের বিদায়ঘণ্টা বাজবে আজ?

উত্তর পেতে খুব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না। আজ রাত ৮টায় দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গ্রিজমানের ফ্রান্স ও মেসির আর্জেন্টিনা। কাজানের এই ম্যাচ বাড়ির পথ ধরাবে মেসি-গ্রিজমানের যেকোন একজনকে।

এর ৪ ঘণ্টা পর, অর্থাৎ রাত ১২টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুয়ারেজের উরুগুয়ে ও রোনালদোর পর্তুগাল। সোচির এই ম্যাচ বাই-বাই জানাবে সুয়ারেজ-রোনালদোর যেকোনো একজনকে।

মানে মেসি-গ্রিজমানের একজন টিকে থাকবেন, অন্যজরে হবে ছুটি। রোনালদো-সুয়ারেজের ক্ষেত্রেও তাই। একজন থাকবেন, অন্যজন হয়ে যাবেন দর্শক। অতি সহজ এই সমীকরণ বলে দিচ্ছে, আজ গ্রিজমান-সুয়ারেজের বিদায়ঘণ্টাও বাজতে পারে। আবার মেসি-রোনালদোর বিদায়ঘণ্টাও বাজতে পারে। মানে দুই বিশ্বসেরা ফুটবলারেরই বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যেতে পারে একই দিনে, ৪ ঘণ্টা আগে-পরে। আবার দুজনের স্বপ্নই জিঁইয়ে থাকতে পারে। সেক্ষেত্রে সুয়ারেজ-গ্রিজমানকে ফিরে যেতে হবে পরিবারের কাছে।

প্রশ্ন উঠতে পারে নামাদামী এই তারকাদের বিদায়ে বিশ্বকাপ রঙ হারাবে কিনা। উত্তর হলো- না। কারণ, বিশ্বকাপের নকআউটপর্বের রোমাঞ্চটা ঠিক এখানেই। স্বপ্ন-ভঙ্গের কষ্টে-বেদনায় এক তারকা মাঠে দাঁড়িয়ে কাঁদবেন, ঠিক তার পাশেই দাঁড়িয়ে অন্যজন আনন্দ-নৃত্য করবেন, এই হাসি-কান্নার সংমিশ্রণ ঘটানোর মধ্যেই তো বিশ্বকাপের নকআউট ম্যাচের সত্যিকার রোমাঞ্চ!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে