ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নির্বাচকদের নতুন বাজি লেগ স্পিনার রিশাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৭:৪৬:০৯
নির্বাচকদের নতুন বাজি লেগ স্পিনার রিশাদ

লেগ স্পিনার মানেই একটু বাড়তি আগ্রহ। তার ওপর ছেলেটি বেশ লম্বা। বাড়তি বাউন্স মেলে। লাইন-লেংথ দারুণ। টার্ন কিছু আছে, সহজাত গতিও ব্যাটসম্যানকে ভোগানোর মতো। সব শুনে নির্বাচকরা দেখতে গেলেন নেটে। কয়েকদিন দেখেই মুগ্ধ। হাই পারফরম্যান্সের অনুশীলনে বোলিংয়ে উন্নতি হলো আরও। বাড়ল নির্বাচকদের মুগ্ধতা। এতটাই ভালো লাগল যে সরাসরি ডাকা হলো বাংলাদেশ ‘এ’ দলে। নাম রিশাদ হোসেন।

জাতীয় দল নয় বলে হয়ত আলোড়ন কম। নইলে নীলফামারীর একটি একাডেমি থেকে ১৫ মাসের মধ্যে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নেওয়া রূপকথার মতোই। স্বীকৃত ক্রিকেট বলতে গত মার্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৫টি ম্যাচ। তাতেই চলে এসেছেন ছায়া জাতীয় দলে!

গত বছর স্পিনার হান্টে যোগ দেওয়া থেকেই জীবনের বাঁক বদলের শুরু। নীলফামারী সদর উপজেলার নিজপাড়া গ্রামের ছেলে রিশাদ। অনুশীলন করতেন শহরের একটি ক্রিকেট একাডেমিতে। গত বছর যখন বিসিবির সঙ্গে মিলে দেশজুড়ে স্পিনার খোঁজার অভিযান শুরু করল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। একাডেমির কোচদের পরামর্শে রিশাদ নাম লেখালেন প্রতিযোগিতায়। এর পর যেন কেবল চলন্ত সিড়িতে চেপে উঠে আসা।

জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও জিতে রিশাদ এলেন জাতীয় পর্যায়ে। সেখানেও নজর কাড়লেন বিচারকদের। শেষ পর্যন্ত স্পিনার হান্টের বিজয়ী হতে পারেননি, তবে ছিলেন সেরা দশে। নিখুঁত নিশানা ও ধারাবাহিকতার জন্য পেয়েছিলেন সেরা ‘অ্যাকুরেসি’ স্পিনারের পুরস্কার।

সেদিন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অফ স্পিনার ও প্রতিযাগিতার বিজয়ী নাঈম আহমেদকে নিয়েই হইচই ছিল বেশি। রিশাদ ছিলেন আড়ালে। পরে তিনিই ছড়িয়েছেন সবচেয়ে বেশি আলো।

স্পিনার হান্টের বিজয়ীদের নিয়ে দুটি ক্যাম্প করেছিল বিসিবি। সেখানে আলাদা করে নিজেকে চেনান রিশাদ। গত মার্চে জায়গা পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে। এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে টুকটাক বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় পর্যায়ে ছিল সেটিই প্রথম। ভারত সফরে খেলেন আফগানদের বিপক্ষে সিরিজে।

স্পিন ক্যাম্প থেকেই নির্বাচকদের চোখ ছিল তার ওপর। স্বীকৃত ক্রিকেটে একদম আনকোরা স্পিনারকেই তারা জায়গা দেন হাই পারফরম্যান্সের স্পিন স্কোয়াডে। সেটি যদি বিস্ময়কর হয়, পরের ধাপ ছিল মহাবিস্ময়। সরাসরি ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পরের দুটি চারদিনের ম্যাচের অন্তত একটিতে রিশাদকে খেলাতে চান নির্বাচকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে