ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ম্যারাডোনা !

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৭:৪৪:২৮
নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ম্যারাডোনা !

গত ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা থেকে তাকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তাতেই খেতাব পেয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। তবে রাশিয়া বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজের দামের প্রতি সুবিচার করতে পারেননি নেইমার।

গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচে ২৭০ মিনিট খেলে গোল করতে পেরেছেন মাত্র একটি। তবে সদ্যই ইনজুরি কাটিয়ে উঠা এই ফরোয়ার্ডের ফর্মে ফিরতে সময় লাগবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। ব্যতিক্রম নয় আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনাও। তিনি মনে করছেন,নেইমার বিশ্বকাপে তার সেরাটা এখনো দিতে পারেনি।

নেইমারকে নিয়ে ম্যারাডোনার ভাষ্য, ‘নেইমার অসাধারণ একজন খেলোয়াড় তবে এখনো সে তার নিজের সেরাটা দিতে পারছে না। যখন সে ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তখনই এই বিশ্বকাপে তার সেরাটা দেখতে পারব। তবে তার এটাও জানা দরকার, বর্তমান যুগে ডাইভিং দিলে ভিএআরের মাধ্যমে তাকে হলুদ কার্ড দেওয়া হয়। ইতোমধ্যেই কোস্টারিকার বিপক্ষে একটা হলুদ কার্ড পেয়েছে সে। তাই এখন তার এটা জানা দরকার মাথা ঠান্ডা রেখে কীভাবে খেলতে হয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে