ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মেক্সিকোর বিপক্ষেই ফিরছেন মার্সেলো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৭:৪৩:৪০
মেক্সিকোর বিপক্ষেই ফিরছেন মার্সেলো

গ্রুপ পর্বের শেষ খেলায় সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতলেও সেই ম্যাচে হারাতে হয়েছে মার্সেলোর মত ডিফেন্ডারকে।

প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিঠের সমস্যায় মাঠ ছাড়েন ব্রাজিলীয় এই ডিফেন্ডার। তার বদলে মাঠে নামানো হয় ফিলিপ লুইজকে। তবে খুশির খবর সেরে উঠছেন ব্রাজিল দলের অন্যতম এই ডিফেন্ডার।

এ নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসামার জানান,

হঠাৎ করেই মার্সেলো পিঠে ব্যথা অনুভব করে। তাই তাকে দ্রুত মাঠ ছাড়তে হয়। আমাদের হাতে কিছুটা সময় আছে। আমরা আশা করছি মেক্সিকোর বিপক্ষে তিনি খেলতে পারবে।

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন চোটে পড়া ডগলাস কস্তা।

মেক্সিকোর বিপক্ষে আগামী ২ জুলাই সোমবার রাত ৮টায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে