ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দ. কোরিয়ার গ্রুপপর্বে বাদ বাদ পড়ার শাস্তি সেনার চাকুরী!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৭:২৬:১৯
দ. কোরিয়ার গ্রুপপর্বে বাদ বাদ পড়ার শাস্তি সেনার চাকুরী!

বিশ্বকাপের নকআউটে খেলার জন্য সাউথ কোরিয়া ‘যোগ্য’ নয় বটে, তবে জার্মানির মতো দলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। মুলার-ওজিলরা কোনওভাবেই কোরিয়ার ডিফেন্স ভাঙতে পারেননি। উল্টো দুটি গোল খেয়েছে। শেষ গোলটার সময় তো বিশ্বসেরা গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে রীতিমতো অসহায় মনে হয়েছিল।

এহেন অঘটন ঘটাতে সক্ষম হলেও সাউথ কোরিয়ার ফুটবলারদের সম্ভবত শাস্তির মুখে পড়তে হচ্ছে। দু-বছর সেনায় কাজ করতে হতে পারে তাদের।

কেন এই শাস্তি? শুধু কি খারাপ খেলার জন্য? হুবহু তা বলা যাবে না। কারণ সে দেশের নিয়ম অনুযায়ী, ১৮-৩৫ বছর বয়সী যুবাদের বাধ্যতামূলক অন্তত দু’বছর দেশের জন্য কাজ করতে হবে। এই দলের খেলোয়াড়রা সে নিয়ম থেকে ছাড় পেয়েছিলেন। তবে বিশ্বকাপ বিপর্যয়ের পরও কি তারা নিয়মের ব্যতিক্রমের সুবিধা পাবেন? তা স্পষ্ট নয়। যদি দেশের নিয়ম মানতে হয় তাদেরও অন্তত দু’বছর সেনার কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার অঙ্কুরে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

মস্কোর এক সংবাদমাধ্যম অন্তত এমনটাই জানাচ্ছে। এই রকম খবর দিয়েছে মার্কিন পত্রিকা ইউএস টুডেও। যে সিদ্ধান্তে বেশ অখুশি সাউথ কোরিয়ার ফুটবলপ্রেমীরা।

অবশ্য এরকম স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত শুধু সাউথ কোরিয়ার নয়। হেরে যাওয়ার পর দেশের পক্ষ থেকে দুই ফুটবলারকে শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ২০১০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর শাস্তির মুখে পড়তে হয়েছিল সাউথ কোরিয়ার প্রতিবেশি কিম জন উনের দেশ নর্থ কোরিয়ার খেলোযাড়রদেরও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে