ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

'ব্যাড বয়' সাব্বিরের স্তুতিতে নান্নুও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৩:১৫:৪৮
'ব্যাড বয়' সাব্বিরের স্তুতিতে নান্নুও

এমনকি তাঁর নামের পাশে 'ব্যাড বয়' উপাধিও জুড়ে দিয়েছেন অনেকে। তবে সাব্বির নিজে হয়তো এসকল সমালোচনার মোক্ষম জবাব দেয়ার জন্য অনেকটাই তক্কে তক্কে ছিলেন। অপেক্ষায় ছিলেন সুযোগের সদ্ব্যবহারের।

শেষ পর্যন্ত সেই সুযোগটি এসেছে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষেই। লঙ্কানদের বিপক্ষে চার ম্যাচের অলিখিত টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সাব্বির। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিলো ১৩৬ রানের।

এদিকে দুর্দান্ত এই ইনিংসটি খেলার পর সকলেরই বাহবা পাচ্ছেন এই টাইগার ব্যাটসম্যান। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। সাব্বির ফর্মে ফেরায় বেশ খুশি তিনি। এই প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেছেন,

'সে আসলেই দারুণ ব্যাটিং করেছে, তবে সবথেকে যেটি সন্তোষজনক ছিলো সেটি হলো তাঁকে দৃঢ় প্রতিজ্ঞ লাগছিলো। কঠোর পরিশ্রম করার পরেও আগের মতো এবার সে সুযোগ নষ্ট করবে না বলেই বোঝা যাচ্ছিলো।'

নিজেকে প্রমাণ করতে পেরে সন্তুষ্ট সাব্বির নিজেও। দীর্ঘ বাঁধা বিপত্তি পার হয়ে এই সুযোগটি পাওয়ার পর যেন নতুন করে শুরু করলেন তিনি। এই প্রসঙ্গে সাব্বির বলছিলেন,

'আমি মনে করি এটি আমার জন্য নতুন একটি শুরু এবং আমি আর সুযোগ হারাতে চাই না যেটি আমি পেয়েছি অনেক প্রচেষ্টা এবং বিপত্তির পর।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে