ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘হটেস্ট ওম্যান অন দ্য প্ল্যানেট’ প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১৩:১৩:২৯
‘হটেস্ট ওম্যান অন দ্য প্ল্যানেট’ প্রিয়াঙ্কা চোপড়া

এবার দিয়ে রেকর্ড সংখ্যক চতুর্থবারের মতো এ খেতাব অর্জন করলেন প্রিয়াঙ্কা। ২০১১, ২০১৩ ও ২০১৬ সালে এ কৃতিত্ব অর্জন করেছিলেন এই অভিনেত্রী। ম্যাগাজিনটির নতুন সংখ্যার প্রচ্ছদেও জায়গা পেয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’। সম্পূর্ণ সাদা পোশাক পরিহিত এই ছবিতে প্রিয়াঙ্কাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে।

সম্প্রতি কথিত প্রেমিক নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশটির পর্যটন নগরী গোয়াতে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে নিককে। অভিনেত্রী পরিণীতি চোপড়া ও প্রিয়াঙ্কার ভাইও এ সময় উপস্থিত ছিলেন। কয়েকদিন ছুটি কাটিয়ে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন প্রিয়াঙ্কা-নিক।

এদিকে গুঞ্জন উঠেছে আগামী মাসের শেষ দিকে অথবা আগস্টের প্রথমে নিকের সঙ্গে বাগদানের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। কিছুদিন আগে তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এছাড়া কয়েকদিন আগে নিকের এক কাজিনের বিয়েতে হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে নিকের পরিবারের সঙ্গে দেখা করেন এ অভিনেত্রী। পশ্চিমা মিডিয়াগুলোতেও চলছে তাদের প্রেমের চর্চা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে