ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মেসির হোটেলের জানালায় চোখ টিপে চেয়ে আছেন রোনালদো; ঘুম হবে তো মেসির?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১২:২০:৪৮
মেসির হোটেলের জানালায় চোখ টিপে চেয়ে আছেন রোনালদো; ঘুম হবে তো মেসির?

শনিবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। যে ম্যাচটি হবে রাশিয়ার শহর কাজানে। মেসিসহ পুরো আর্জেন্টিনা দল উঠেছে কাজানের রামাদা হোটেলে। আর সেই হোটেলেরই পাশের বিল্ডিংয়ের দেয়ালে রয়েছে নানা রঙে আঁকা রোনালদোর প্রতিকৃতি। যা আঁকা হয়েছিল গত বছর কনফেডারেশন কাপের সময়।

তিনতলা এক বাড়ির পুরোটা জুড়েই আঁকা সেই চিত্রকর্মে দেখা যাচ্ছে, পর্তুগালের মেরুন রঙের জার্সি পরিহিত রোনাল্ডোর মুখে দুষ্টুমির ভঙ্গি। বাঁ চোখ টিপে রয়েছেন তিনি। ফ্ল্যাট বাড়ির অন্যদিকে ‘সিআর সেভেন’ লেখাও রয়েছে।

স্থানীয় মিডিয়ার দাবি, হোটেলের অধিকাংশ ঘর থেকেই দেখা যাবে পর্তুগিজ অধিনায়ককে। জানালা দিয়ে উঁকি মারারও দরকার নেই। শুধু পর্দা সরিয়ে জানালা খুললেই হবে। মনে হবে, বাইরে থেকে রোনালদো সার্বক্ষণিক নজর রাখছেন নীল-সাদা শিবিরে। মেসিদের জন্য সে বড় এক যন্ত্রণাই!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে