ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এক পরিবর্তন করে ফ্রান্সের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ৩০ ১২:০৪:২১
এক পরিবর্তন করে ফ্রান্সের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

আর আজ শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্সকে মোকাবেলায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

এদিকে গতকাল শুক্রবার অনুশীলনে আলবিসিলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি একাদশ নির্বাচনের জন্য ১২ জন খেলোয়াড়কে বিশেষ অনুশীলন করান।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশের সঙ্গে এদিন যুক্ত হয়েছেন ক্রিস্তিয়ান পাভন। ধারণা করা হচ্ছে ফরাসিদের বিপক্ষে মূল একাদশেই থাকবেন তরুণ এই উইঙ্গার।

আক্রমণভাগের ডানপাশে পাভনকে জায়গা ছেড়ে দিয়ে ফলস নাইন পজিশনে মেসি খেলবেন। আর তাই যদি হয় তবে একাদশে নিজের জায়গা হারাবেন নম্বর নাইন পজিশনে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার গনজালো গিগুয়াইন।

অনুশীলনে থাকা আর্জেন্টাইন ১২ খেলোয়াড়:আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মারকাদো, বানেগা, মাসচেরানো, পেরেজ, ডি মারিয়া, পাভন, হিগুয়াইন ও মেসি।

উলেক্ষ্য আজ রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

খেলাটি সনি টেন ২, মাছরাঙা টিভি, নাগরিক ও বিটিভিতে লাইভ দেখা যাবে। এছাড়া অনলাইনে লাইভ দেখতে পাবেন নিচের লিংকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে