ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শুরুতেই ২ উইকেট নিয়ে শুভ সূচনা করলেন বোলাররাও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ২১:৪৭:৪৯
শুরুতেই ২ উইকেট নিয়ে শুভ সূচনা করলেন বোলাররাও

তবে নিজেদের দুই ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে যাওয়ার পরে আর ব্যাটিং করতে ফেরেন নি তারা। ফলে ৪০৩ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। এদিকে দ্বিতীয় দিন খেলতে নেমে বোলাররাও করেছেন শুভ সূচনা।

এই রিপোর্ট লিখার সময় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ৫৪ রান। ব্যাটিংয়ে আছেন ব্রুক্স (২৪*) ও চন্দরপল (২৩*)।

এর আগে গতকাল ওপেনার তামিম ইকবাল ও মিডেল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তামিম ১২৫ ও রিয়াদ ১০১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন।

রান করে প্রস্তুতি সেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসও। ৬৭ রান করেছেন অধিনায়ক সাকিব। তবে বাংলাদেশের দিনের শেষটা ভালো হলেও শুরুটা ভালো করতে ব্যর্থ হয়।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দলে ফাস্ট বোলার আলজারি জোসেফ ইনজুরি থেকে ফিরেই বল হাতে ঝলক দেখিয়েছেন। শুরুর দিকে দ্রুত বাংলাদেশের চার উইকেট শিকার করেন তিনি।

দলীয় ২২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। লিটন দাস ২, মমিনুল হক ৭ ও নাজমুল হোসেন শান্ত ১ রান করে সাজঘরে ফিরে যান। সেখান থেকে তামিম-সাকিবের জুটিতে প্রায় ফিরে পায় বাংলাদেশের ইনিংস।

সাকিব ফিফটি করে বিদায় নিলেও উইন্ডিজদের কাজ কঠিন করে তোলে তামিম ও রিয়াদ। বড় জুটি গড়ে স্কোর বাড়াতে থাকেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেখান থেকে জোড়া সেঞ্চুরি আদায় করে নেয়ার পাশাপাশি দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন তামিম ও রিয়াদ।

সেঞ্চুরির পর এই দুই ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে গেলেও রানের চাকা সচল রাখেন ইমরুল। তার ব্যাট ভর করেই শেষের দিকে রান বেড়ে গিয়ে দাঁড়ায় চারশ রানে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বলা চলে ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতিটা ভালোই সেরে নিল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ স্যাম ব্রুকস (অধিনায়ক), জাহমার হ্যামিলটন (উইকেটরক্ষক), শিমরন হ্যাটমিয়ার, শেনি মোসলে, রোমারিও শেফার্ড, ভিশাল সিং, ত্যাগনারায়ণ চন্দরপল, গুডকেশ মতি, জন ক্যাম্পবেল, আলজারি জোসেফ, কিউন হার্ডিং, ওডেন স্মিথ।

বাংলাদেশ স্কোয়াডঃ মুশফিকুর রহিম সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন দাশ, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, নুরুল হাসান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে