ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আলিয়ার আগে যাদের সঙ্গে প্রেম ছিল রণবীরের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ২০:২০:০৪
আলিয়ার আগে যাদের সঙ্গে প্রেম ছিল রণবীরের

বি-টাউনের ক্যাসানোভা রণবীর কাপুরের দিকে ক্যামেরা তাক করাই থাকে। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে এক ঝলকে দেখে নেওয়া যাক কতজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

নন্দিতা মেহতানি : পেশায় মুম্বাইয়ের একজন নামী ফ্যাশন ডিজাইনার নন্দিতার সঙ্গে এক সময় মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার সম্পর্ক নিয়ে গুজব উঠেছিল। ডিনোর সঙ্গে ‘প্লেগ্রাউন্ড’ নামে একটি সংস্থাও চালান নন্দিতা।

বি-টাউনে গুঞ্জন, রণবীরের সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল নন্দিতার। দুজনকে ডেট করতেও দেখা গিয়েছিল বহুবার।

সোনম কাপুর : রণবীর ও সোনম দুজনেরই বলিউডে ডেবিউ ছবি সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’। তার আগে ‘ব্ল্যাক’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তারা।

শোনা যায়, ব্ল্যাকের শুটিং সেট থেকেই নাকি দুজনের প্রেম শুরু। যদিও এই বিষয়ে কোনোদিনই মুখ খোলেননি রণবীর বা সোনম।

অবন্তিকা মালিক : ইমরান-পত্নী অবন্তিকা নাকি ছিলেন রণবীরের কিশোর বয়সের প্রেম। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘জাস্ট মহব্বত’-এ অবন্তিকা যখন কাজ করতেন, শুটিং সেটে বারে বারেই চলে আসতেন রণবীর। তবে, কৈশোরের ওই মিষ্টি-মধুর প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। ‘রকস্টার’ রণবীরকে ছেড়ে ইমরান খানকেই বেছে নিয়েছিলেন অবন্তিকা।

দীপিকা পাড়ুকোন : রণবীরের দীর্ঘস্থায়ী গার্লফ্রেন্ডের তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোন। মিডিয়ার সামনে সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন দুজনে।

দীপিকা-রণবীরের প্রেম নিয়ে বি-টাউনে বিস্তর জলঘোলাও হয়েছিল। শোনা গিয়েছিল, দীপিকাকে নাকি একেবারেই ভালো চোখে দেখেন না রণবীর মা নীতু কাপুর। অতএব সম্পর্কে ইতি।

নার্গিস ফাখরি : দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিচ্ছেদের পর ‘রকস্টার’ ছবির সহ-অভিনেত্রী নার্গিস ফাখরির সঙ্গে নাকি বেশ কিছুদিন ডেট করেছিলেন রণবীর। অবশ্য, প্রকাশ্যে এই বিষয়ে কেউই মুখ খোলেননি।

মাহিরা খান : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রণবীরের সম্পর্কের গুজব নিয়ে একসময় তোলপাড় হয়েছিল বলি ইন্ডাস্ট্রি। তাদের হ্যাং আউটের ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

গোটা বিষয়টিই সুকৌশলে এড়িয়ে গিয়েছিলেন মাহিরা। মিডিয়ার সামনে বলেছিলেন, ‘একটা ছেলে এবং মেয়ে হ্যাং আউট করবে এটাই তো স্বাভাবিক। এতে তো বিতর্কের কিছু নেই।’

ক্যাটরিনা কাইফ : ক্যাটের প্রতি নাকি বরাবরই দুর্বল ছিলেন রণবীর। ‘আজব প্রেম কি গজব কাহানি’র শুটিংয়ের সময় থেকেই ভালোলাগাটা আরো বাড়ে।

ছ’বছরেরও বেশি ডেট করেছেন দুজনে, তাদের বিদেশ সফরের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদের পরেও ‘জগ্গা জাসুস’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে দুজনকে।

আলিয়া ভাট : রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জন বলিউডের নতুন ট্রেন্ড। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অনস্ক্রিন দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। এর শুটিংয়ের শুরু থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

আলিয়াকে নাকি বেশ পছন্দ নীতুরও। খুব তাড়াতাড়ি রণবীর-আলিয়ার চার হাত এক হতে পারে এমন গুজবও ছড়িয়েছে বি-টাউনের আনাচ-কানাচে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে