ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আরেকটি ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১৯:৫৩:২৪
আরেকটি ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

আজ দ্বিতীয় টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাঘিনীরা।

আইরিশদের দেয়া ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার আয়েশাকে দ্রুত হারালেও আরেক ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হকের মারমুখী ব্যাটিংয়ে বেশ সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যেতে থাকে বাংলাদেশ। মাত্র ১০.৪ ওভারে ৭৫ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। এর মধ্যে শামিমা তুলে নেন নিজের অর্ধশতক। মাত্র তৃতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে অর্ধশতক হাঁকান তিনি। তবে ৪৯ বলে ৫১ রান করে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে গেলেই বাধে ঝামেলা ৯৬ থেকে ১১০ এই ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। একসময় মনে হচ্ছিল জেতা ম্যাচটা বোধহয় হেরেই বসবে বাঘিনীরা। কিন্তু সেই শঙ্কা দূর করেন সানজিদা শেষ ওভারে বাংলাদেশের যখন জয়ের জন্য দরকার ৬ রান তখন সানজিদা প্রথন বলেই ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ৯ বলে অপরাজিত ১১ রান করেন তিনি। এছাড়া ফারজানা হক করেন ৩৬ রান।

এর আগে আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জাহানারা-নাহিদাদের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ১২৪ রানে আটকে রাখে বাঘিনীরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে জাহানারার দুর্দান্ত প্রথম স্পেলে মাত্র ১৩ রানেই দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে তৃতীয় উইকেটে সেসেলিয়া জয়েস ও ডিলানি ৬৩ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে ডিলানি ২০ রানে ফিরে যাওয়ার পর আইরিশদের রানের চাকা চেপে ধরে বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন জয়েস। তার ৪৭ বলে ৬০ রানের অসাধারণ ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে আয়ারল্যান্ড।

বাংলাদেশের জাহানারা ২টি ও নাহিদা আখতার ২টি উইকেট লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে