ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আয়ারল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১৯:০২:৪০
আয়ারল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

শেষ ওভারে জয়ের জন্য ৬ রানের দরকার ছিল টাইগ্রেসদের। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করেন সানজিদা ইসলাম।

ডানাহতি এই ব্যাটসম্যান ক্রিজে অপরাজিত থাকেন ১১ রানে। তবে বাংলাদেশের পক্ষে এদিন অর্ধশতক হাঁকিয়েছেন ব্যাটসম্যান শামিমা সুলতানা।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আয়েশাকে হারালেও শামিমা এবং ফারজানা মিলে ৭৫ রানের জুটি গড়েন। ফারজানা ৩৬ করে ফিরলেও শামিমা তুলে নেন ফিফটি।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি পায় আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন সিসিলিয়া জয়েস।

এছাড়াও ২০ রান আসে অধিনায়ক লওরা ডিরানির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে জাহানারা আলম ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে