ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘কোনো মেয়ে যেন সৌদিতে না যান, দেশে ভিক্ষা করা অনেক ভালো’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১৭:৫৮:৫১
‘কোনো মেয়ে যেন সৌদিতে না যান, দেশে ভিক্ষা করা অনেক ভালো’

ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বিকাল ৪টায় বিজি-৪০ এয়ারক্রাফটে করে তারা দেশে ফিরেছেন।

ফিরে আসা নারী গৃহকর্মীরা জানিয়েছেন, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা আর নির্মম নির্যাতনের শিকার হন তারা। নির্যাতন থেকে বাঁচতে তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে অবস্থান নেন। সেখান থেকে তারা দেশে ফেরেন।

দেশে ফিরে নির্যাতনের স্মৃতিচারণ করেন ময়মনসিংহের রহিমা আক্তার (ছদ্মনাম)। তার বয়স ১৬ বছর।

নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, কোনো মেয়ে যেন আর সৌদি আরবে না যান। দেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভাল, রিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠান। কিন্তু নিয়োগকর্তার নির্মম নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয় বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। সেখান থেকে আজ ২৩ জনের সঙ্গে তিনিও দেশে ফেরেন।

রহিমার সঙ্গে দেশে ফেরা অন্যান্য নারীরাও সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে