ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ম্যারাডোনা যা করছেন সবই অভিনয়!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১৭:৫০:৩১
ম্যারাডোনা যা করছেন সবই অভিনয়!

এবারের বিশ্বকাপের আর্জেন্টিনার নাটকীয়ভাবে শেষ ষোলয় ওঠার ঘটনার সাক্ষী ম্যারাডোনা। তিনি স্টেডিয়ামের গ্যালারিতে নেচেছেন, হেসেছেন, কেঁদেছেন, রাগে গালাগালি করেছেন এমনকি খেলা চলাকালীন সময়ে ঘুমিয়ে পড়েছেন। তবে সবই এই ফুটবল গ্রেটের জীবন নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারির অংশ।

এই ডকুমেন্টারিটি বানাচ্ছেন লন্ডনভিত্তিক পরিচালক আসিফ কাপাডিয়া। শিল্পী এমি ওয়াইনহাউজের সংক্ষিপ্ত জীবন নিয়ে বানানো তার একটি ডকুমেন্টারি ইতোমধ্যে অস্কার পেয়েছে। এছাড়া ২০১০ সালে প্রশংসিত ডকুমেন্টারি 'সেনা' এর নির্মাতাও তিনি। এই সিরিজের তৃতীয় অংশ হিসেবেই আসিফ ম্যারাডোনার জীবনের ওপর এই ডকুমেন্টারি বানাচ্ছেন।

এটি আগামী বছর মুক্তি দেয়া হবে। রাশিয়া বিশ্বকাপে ম্যারাডোনার এমন অদ্ভুত আচরণ এর প্রচারণায় বড় ভূমিকা রাখবে।

সূত্র : ডেইলি স্টার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে