ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে যেসব টিভি চ্যানেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১৫:৫৪:৫৩
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে যেসব টিভি চ্যানেল

গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরবর্তীতে তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪০৩ রান করে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ২২ রানের মধ্যে লিটন কুমার দাস ২ মমিনুল হক ৭ এবং নাজমুল হাসান শান্ত ৪ রান করে আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ দল।

এরপরে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ২২ থেকে এই দুইজন বাংলাদেশের স্কোর নিয়ে যায় ১১২ রানে। ৭৯ বলে ৬৭ রান করে সাকিব আউট হলে তামিমের সাথে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ।

তামিম ইকবাল ১২৫ রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১০১ রানে স্বেচ্ছায় অবসরে যান। এরপরের মেহেদী হাসান মিরাজ ২৮ এবং ইমরুল কায়েস ৪০ রান করেন। প্রথম দিন শেষে বাংলাদেশ ৪০৩ রান করে।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৪ জুলাই থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে দুই দল। আর এই সিরিজের প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে একাধিক টিভি চ্যানেল। বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রতিটি ম্যাচ দেখা যাবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভিতে।

এছাড়াও ভারতীয় স্পোর্টস চ্যানেল সনি সিক্স এবং সনি সিক্স এইসডি প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও আরো একাধিক চ্যানেল সম্প্রচার করবে এই সিরিজটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে