ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মার্সেলোর চোটের কারণ বিছানার তোষক!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১২:৫৯:০৫
মার্সেলোর চোটের কারণ বিছানার তোষক!

নেইমারদের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, সমস্যাটা আসলে কোথায়। তবে চোটের সঙ্গে হোটেলের তোশকের একটা সম্পর্ক থাকতে পারে। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই মার্সেলো সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের এই তারকার সুস্থ হয়ে ওঠার জন্য ঘুমটা এখন খুব গুরুত্বপূর্ণ।

লাসমার জানিয়েছেন, ব্যথার কারণ সমন্ধে নিশ্চিত হতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গত ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিং চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ৩ ম্যাচ খেলতে পারেননি মার্সেলো। যদিও লাসমার মনে করেন, সেরকম কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটার শঙ্কা নেই। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মার্সেলোর মারাত্মক কোনো চোট নেই। সে পেশিতে ব্যথা অনুভব করছে। অনুশীলনে ভালো অনুভব করলেই সে মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠবে।

সার্বিয়ার বিপক্ষে মার্সেলোর বদলি হিসেবে মাঠে নামা ফিলিপে লুইস ভালো খেললেও ব্রাজিল ভক্তরা একটি ম্যাচেও রিয়াল তারকার অনুপস্থিতি চাইবেন না। যিনি একই সঙ্গে রক্ষণও সামলান আর আক্রমণেও সহায়তা করেন, তাঁকে কোন দল হারাতে চায়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে