ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘ধুম’ সিক্যুয়ালে মুখোমুখি সালমান-রণবীর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১২:৩৫:২১
‘ধুম’ সিক্যুয়ালে মুখোমুখি সালমান-রণবীর

আনন্দবাজার পত্রিকা জানায়, এক বছর ধরেই প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে সালমানের কথা চলছে। এবং কথা পাকাও হয়েছে। যদিও প্রযোজনা সংস্থা ইয়াশরাজ ফিল্মস এই বিষয়ে মুখ খুলতে চায়নি।

শোনা গিয়েছে, এই ছবিতে সালমানের মুখোমুখি হবেন রণবীর সিং। দুজনকে দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। আউট হচ্ছেন আগের তিন পর্বের পুলিশ অফিসার অভিষেক বচ্চন, তার চরিত্রটি করবেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেতা।

আগের পর্বের মতো ‘থাগস অব হিন্দুস্তান’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ছবিটির হাল ধরবেন।

আগামী বছরে ছবির শুট শুরু হবে বলে খবর। বড় চুল, মুখে কাটা দাগ— এই লুকেই দেখা যাবে সালমানকে। ছবির বড় অংশের শুট হবে দুবাইয়ে।

কয়েক বছর আগে শোনা গিয়েছিল, ‘ধুম’ সিরিজে অভিনয় করবেন শাহরুখ খান। পরে আমিরকে দেখা যায় ওই কিস্তিতে। এখন অপেক্ষার পালা, নতুন করে কে পা রাখেন জনপ্রিয় সিরিজটিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে