ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপের ২৫০০তম গোলের নায়ক ফখরেদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১২:৩৪:০২
বিশ্বকাপের ২৫০০তম গোলের নায়ক ফখরেদ্দিন

এদিন ম্যাচের ৫১ মিনিটে তিউনিসিয়ার হয়ে সমতা সূচক গোল করেন ফখরেদ্দিন। আর এই গোলেই ইতিহাসের অংশ হয়ে গেলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেন ফরাসি ফুটবলার লুসিয়েন লরেন্ট। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে। আর টুর্নামেন্টের হাজারতম গোলটি আসে ১৯৭৮ সালে ডাচ ফুটবলার রব রেনসেনব্রিঙ্কের পা থেকে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৯৯৩ সালে আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া বিশ্বকাপের দেড় হাজারতম গোলটি করেন নাইজেরিয়ার বিপক্ষে। আর সুইডিশ ফুটবলার মার্কুস অলব্যাক ২০০৬ এ বিশ্বকাপের দুই হাজার গোল পূর্ণ করেন, ইংল্যান্ডের বিপক্ষে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে