ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

এগিয়ে থেকেই ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১১:৫৩:৩১
এগিয়ে থেকেই ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এরই মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু মিলানথা। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কা 'এ' দলের স্কোর বিনা উইকেটে ২০ রান (৪ ওভার)।

এর আগে আজ দিনের শুরুতে ১৪৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। নিজের ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে রুপান্তর করার লক্ষ্যেই খেলে যাচ্ছিলেন তিনি।

দারুণ ব্যাটিং করে ১৬৫ রানও তুলে ফেলেছিলেন নিজের নামের পাশে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সেখানেই থামতে হয়েছে। আর এই কাজটি করেছেন লঙ্কান স্পিনার লক্ষ্মণ সান্দাকান। সাব্বিরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি।

এদিকে সাব্বির ফেরার পরেই যেন তাসের ঘরে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে ৪১৪ রান তুলতেই বাকি উইকেটগুলো হারিয়েছে তারা। ফলে বাংলাদেশের থেকে ৩৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা।

অবশ্য সাব্বিরের আগে দিনের শুরুতেই আউট হয়ে ফিরতে হয়েছিলো উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানকেও। আজ শেষ দিনের খেলার শুরুতে স্কোর বোর্ডে ২৭ রান যোগ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির এবং জাকির।

এরপরেই আঘাত হানেন সান্দাকান। সাদিরা সামারাবিক্রমার হাতে জাকিরকে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ৩৮৭ রানের মাথায় জাকির ফিরে গেলে মাত্র ৭ রানের ব্যবধানে সাব্বিরকেও আউট করেন লঙ্কান এই স্পিনার।

আর সাব্বির ও জাকিরের বিদায়ে হঠাৎ করেই বিপদে পড়ে যায় বাংলাদেশ 'এ' দল। আর এই বিপদের মাত্রা আরো বাড়িয়ে দেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র ৭ রান করে সেই সান্দাকানের বলেই বোল্ড হন তিনি।

সাইফুদ্দিন ফেরাতে দাঁড়াতে পারেননি নিচের সারির আর কেউই। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন আবু হায়দার রনি এবং নাজমুল ইসলাম অপু। যার মধ্যে অপু সান্দাকানের পঞ্চম উইকেটের শিকার। অপরদিকে রনিকে আউট করেছেন প্রবাথ জয়সুরিয়া।

৩৯৯ রানে ৯ উইকেট পড়ে যাওয়া বাংলাদেশকে এরপর ৪০০ এর কোটা পার করান নাইম হাসান এবং খালেদ আহমেদ। যদিও ৪০০ রানের পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। নাইম ৮ রান করে অপরাজিত থাকলেও শেষ উইকেট হিসেবে খালেদকে বোল্ড করেন প্রবাথ জয়সুরিয়া। ফলে ৪১৪ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ 'এ' দল।

লঙ্কানদের পক্ষে একাই ৫ উইকেট শিকার করেছেন স্পিনার লক্ষ্মণ সান্দাকান। অপরদিকে প্রবাথ জয়সুরিয়া নিয়েছেন ৩টি উইকেট। আর ১টি করে উইকেট পেয়েছেন নিশালা থারাকা এবং চারিথ আসালাংকা।

উল্লেখ্য ​​বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে লাহিরু থিরিমান্নের অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৪৯ রানের পাহাড় নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী শ্রীলঙ্কা 'এ' দল। থিরিমান্নের ১৬৮ রানের ইনিংসটি ছাড়াও ব্যাট হাতে দারুণ খেলেছেন দিমুথ করুনারত্নে, চারিথ আসালাংকা এবং আশান শাম্মু।

এই তিন ব্যাটসম্যানই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তাদের মধ্যে আসালাংকা ৯০ রান করে রান আউটের শিকার হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। অপরদিকে করুনারত্নে ৬০ এবং শাম্মু ৭০ রান করেছেন। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট নেন।

জবাবে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন ৩৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। ফলে লঙ্কানদের থেকে ৮৯ রানে পিছিয়ে থেকে খেলা শেষ করে স্বাগতিকরা।

বাংলাদেশ ‘এ’ দল:

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশঃ

লাহিরু মিলানথা, দিমুথ করুনাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে