ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দলীয় ৪০০ রান পার করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ১০:৫২:৩৮
দলীয় ৪০০ রান পার করলো বাংলাদেশ

দলীয় ৩৮৭ রানের মাথায় ৩৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান। তবে ক্যারিয়ারের প্রথম ২০০ রান করা হয়নি সাব্বির রহমানের। তিনি ১৬৫ রান করেই আউট হয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩১ ওভারে ৪০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

গতকাল শ্রীলংকা এ দলের বিপক্ষে ৭৪ রানে ৩ উইকেট হারানোর পর বিপদে পড়ে বাংলাদেশ এ দল। বিপদের মুহূর্তে এসে দলের হাল ধরেন সাব্বির রহমান এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

শুধু ম্যাচের হালই ধরলেন না দায়িত্বশীল ব্যাটিংয়ে এখন সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ এ দল। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। মোসাদ্দেক করেছেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি এবং সাব্বির রহমান তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

তৃতীয় দিনে খেলার প্রথমেই তুষার ইমরানের উইকেট হারায় বাংলাদেশ। ২৫ রান করে আউট হন তিনি। তবে এরপরে সাব্বির রহমানকে সাথে নিয়ে ঘুরে দাঁড়াই মোসাদ্দেক হোসেন সৈকত। ১১১ বলে ৩ টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ফিফটি তুলে নেন সাব্বির রহমান। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১৯৭ বলে ৭ টি চার এবং ২টি ছক্কার সাহায্যে এই সেঞ্চুরি করেন মোসাদ্দেক।

ফার্স্ট-ক্লাস ক্রিকেটে এটি মোসাদ্দেক হোসেন সৈকতের দশম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর ইনিংসটাকে বেশিদূর নিতে পারেনি মোসাদ্দেক। দলীয় ২৮৩ রানের মাথায় ব্যক্তিগত ১৩৫ রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

তবে মোসাদ্দেক আউট হলেও অন্য প্রান্ত থেকে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ক্যারিয়ারের নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। ১৮৬ বলে ৮ টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই সেঞ্চুরি তুলে নেন সাব্বির। সাব্বিরের ক্যারিয়ারে সেরা ইনিংস ১৩৬ রান।

এর আগে বাংলাদেশ এ দলের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা এ দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত বাংলাদেশ দলের বিপক্ষে ৮ উইকেটে হারিয়ে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা এ দল।

শ্রীলংকার হয়ে লাহিরু থিরিমান্নে ৩৩৯ বলে ১৪ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ১৬৮ রান করে আউট হন। এছাড়া চারিথ আসালাঙ্কা ৯০, আসাম সাম্য ৭০, এবং দিমুথ করুনারত্নে ৬০ রান করেন। বাংলাদেশের তরুণ পেসার খালেদ অাহমেদ চারটি আবু হায়দার রনি দুইটি, এবং সাইফুদ্দিন একটি উইকেট লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে