ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

স্বেচ্ছায় অবসরে তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৯ ০১:০৭:৪৯
স্বেচ্ছায় অবসরে তামিম

ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ২২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

এরপর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসান। ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে পানি পানের বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে হাত খুলে খেলতে থাকেন সাকিব।

তুলে নেন দুর্দান্ত এক অর্ধশতক। ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১০০ রান। দলীয় ১১২ রানে ৬৭ রান করা সাকিবের উইকেট হারায়। তারপর তামিমের সঙ্গে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদুল্লাহকে নিয়ে দারুণ এক অর্ধশতক তুলে নেন তামিম। ৪৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২২৫ রান। তামিম ৮১ ও মাহমুদুল্লাহ ৫৮ রানে অপরাজিত থাকেন। এর কিছুক্ষণ পরই স্বেচ্ছায় অবসরে যান তামিম ইকবাল বাংলাদেশের ৪ উইকেটের সব কটিই গেছে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফের ঝুলিতে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ স্যাম ব্রুকস (অধিনায়ক), জাহমার হ্যামিলটন (উইকেটরক্ষক), শিমরন হ্যাটমিয়ার, শেনি মোসলে, রোমারিও শেফার্ড, ভিশাল সিং, ত্যাগনারায়ণ চন্দরপল, গুডকেশ মতি, জন ক্যাম্পবেল, আলজারি জোসেফ, কিউন হার্ডিং, ওডেন স্মিথ।

বাংলাদেশ স্কোয়াডঃ মুশফিকুর রহিম সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন দাশ, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, নুরুল হাসান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে