ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

হেরেও শেষ ষোলতে জাপান, কার্ডের কারণে বাদ সেনেগাল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ২২:২৬:২৮
হেরেও শেষ ষোলতে জাপান, কার্ডের কারণে বাদ সেনেগাল!

কিন্তু ওদিকে সামারায় এই গ্রুপে বৃহস্পতিবার একই সময়ে কলম্বিয়া ও সেনেগাল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কলম্বিয়ার জয় ছাড়া বিকল্প ছিল না। আরো হিসেব ছিল। কলম্বিয়া ১-০ তে জিতে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে হলো গ্রুপ চ্যাম্পিয়ন। আর ফেয়ার প্লের হিসেবে মানে সহজ কথায় সেনেগালের চেয়ে কম কার্ড পাওয়ার হিসেবে জাপান আফ্রিকান দলের সমান ৪ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গেল রানার্স আপ হয়ে। এবারের বিশ্বকাপে শেষ ষোলতে তাই আফ্রিকার কোনো দল থাকল না।

১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পায় জাপান। সেই থেকে টানা বিশ্বকাপ খেলে যাচ্ছে তারা। একবারও মিস করেনি। এর মধ্যে ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপের সহ আয়োজক এই দলটি সেবার শেষ ষোলতে উঠেছিল। দ্বিতীয়বার তারা প্রথম রাউন্ড পেরিয়ে নক আউট পর্বে যায় ২০১০ বিশ্বকাপে। তবে দুবারই শেষ ষোলতে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ মিশন। ওই বাধা পার হওয়া হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে