ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে জাহানারার ইতিহাস সেরা বোলিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ২১:১৮:৪৬
আয়ারল্যান্ডের বিপক্ষে জাহানারার ইতিহাস সেরা বোলিং

মালয়েশিয়া এশিয়া কাপ জয়ের পর এবার নেদারল্যান্ড বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্বে প্রস্তুতি হিসাবে এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ে নেমে দলীয় ৪ রানের মাথায় আয়ারল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন পেসার জাহানারা আলম।

শুধু তাই নয় দলীয় ১৫ রানের মাথায় নিজের দু’টি উইকেট তুলে নেন জাহানারা আলম। ৩ নম্বরে ব্যাটিং নেমে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন লুইস। ১৬ বলে ২৮ রান করা লুইসকে অাউট করেন সালমা খাতুন। এরপরে অধিনায়ক লরা ডেনলির ব্যাটে ঘুরে দাড়ায় অায়ারল্যান্ড। লরাকে ২২ রানে অাউট করেন খাদিজুল কুবরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

বাংলাদেশ একাদশ : সালমা খাতুন (সি), নিগার সুলতানা, ফাহিমা খাতুন, সঞ্জদা ইসলাম, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজুল কুবরা, নাহিদা আক্তার, আয়াশা রহমান,শামিমা সুলতানা, ফারগানা হক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে