ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রেকর্ড: সবচেয়ে কম ম্যাচে ১০ সেঞ্চুরি করে রেকর্ড করলেন মোসাদ্দেক হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১৯:২২:৪৮
রেকর্ড: সবচেয়ে কম ম্যাচে ১০ সেঞ্চুরি করে রেকর্ড করলেন মোসাদ্দেক হোসেন

এরপর ঢাকা বিভাগের হয়ে ২০১৪ সালে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেকের পর থেকেই ফার্স্ট-ক্লাস ক্রিকেটে এ চমক দেখাতে থাকেন এই তরুণ ব্যাটসম্যান। এমনকি সর্বশেষ ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি করেছেন তিনি। শুধু তাই নয় অাজ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে দলে বিপদের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন।

এখন পর্যন্ত ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তিনি মাত্র ২৯ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৪৫ ইনিংসে ১০ টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও ডাবল সেঞ্চুরি আছে তার তিনটি। এত কম ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে দশটি সেঞ্চুরি করেছেন একমাত্র তিনিই।

ফার্স্ট-ক্লাস ক্রিকেটে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৪৫ ইনিংসে ২৫৮২ রান সংগ্রহ করেছে মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় ৭০ গড়ে দশটি সেঞ্চুরি এবং ১০ হাফ সেঞ্চুরি আছে তার। এক ইনিংসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ২৮২ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে