ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

প্রথম বারের মত ২০০ রানের সামনে দাড়িয়ে সাব্বির রহমান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১৮:১৯:৫০
প্রথম বারের মত ২০০ রানের সামনে দাড়িয়ে সাব্বির রহমান

চাপে পড়লে কিভাবে ব্যাটিং করতে হয় সেটি আবারো প্রমাণ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। শ্রীলংকা এ দলের বিপক্ষে ৭৪ রানে ৩ উইকেট হারানোর পর বিপদে পড়ে বাংলাদেশ এ দল। বিপদের মুহূর্তে এসে দলের হাল ধরেন সাব্বির রহমান এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

শুধু ম্যাচের হালই ধরলেন না দায়িত্বশীল ব্যাটিংয়ে এখন সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ এ দল। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। মোসাদ্দেক করেছেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি এবং সাব্বির রহমান তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

তৃতীয় দিনে খেলার প্রথমেই তুষার ইমরানের উইকেট হারায় বাংলাদেশ। ২৫ রান করে আউট হন তিনি। তবে এরপরে সাব্বির রহমানকে সাথে নিয়ে ঘুরে দাঁড়াই মোসাদ্দেক হোসেন সৈকত। ১১১ বলে ৩ টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ফিফটি তুলে নেন সাব্বির রহমান। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১৯৭ বলে ৭ টি চার এবং ২টি ছক্কার সাহায্যে এই সেঞ্চুরি করেন মোসাদ্দেক।

ফার্স্ট-ক্লাস ক্রিকেটে এটি মোসাদ্দেক হোসেন সৈকতের দশম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর ইনিংসটাকে বেশিদূর নিতে পারেনি মোসাদ্দেক। দলীয় ২৮৩ রানের মাথায় ব্যক্তিগত ১৩৫ রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ২১০ রানের পার্টনারশিপ ভাঙে তাদের।

তবে মোসাদ্দেক আউট হলেও অন্য প্রান্ত থেকে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ক্যারিয়ারের নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। ১৮৬ বলে ৮ টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই সেঞ্চুরি তুলে নেন সাব্বির। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ ওভারে ৩৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাব্বির রহমান ১৪৪ এবং জাকির হাসান ২৭ রানে অপরাজিত আছেন।

এর আগে গতকাল বাংলাদেশ এ দলের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা এ দল। গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত বাংলাদেশ দলের বিপক্ষে ৮ উইকেটে হারিয়ে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা এ দল।

শ্রীলংকার হয়ে লাহিরু থিরিমান্নে ৩৩৯ বলে ১৪ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ১৬৮ রান করে আউট হন। এছাড়া চারিথ আসালাঙ্কা ৯০, আসাম সাম্য ৭০, এবং দিমুথ করুনারত্নে ৬০ রান করেন। বাংলাদেশের তরুণ পেসার খালেদ অাহমেদ চারটি আবু হায়দার রনি দুইটি, এবং সাইফুদ্দিন একটি উইকেট লাভ করেন।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালো বাংলাদেশ। দলীয় ২১ রানের মাথায় চারটে চারের সাহায্যে ২১ রান করে আউট হন তিনি। শুধু তাই নয় আরো বিপদে পড়ে যখন চলে ২৯ রানের মাথায় আউট হন সাদমান ইসলাম।

তিনি মাত্র ১ রান করে বোল্ড আউট হন। দিন শেষে দুই উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তুষার ইমরান ১২ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ একাদশ : মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, নঈম হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম আপু, আবু হায়দার রনি, খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, প্রবাথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে