ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

কোচ বরখাস্ত নয়, জোয়াকিম লো থাকছেন কাতার বিশ্বকাপেও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১৬:৪২:৫৪
কোচ বরখাস্ত নয়, জোয়াকিম লো থাকছেন কাতার বিশ্বকাপেও

ডিএফবি সভাপতি রেইনহার্ড গ্রিন্ডে সংবাদমাধ্যমকে বলেছেন: আমরা এখনই লো’ক বরখাস্তের সিদ্ধান্ত নিইনি। তার সাফল্যের কথাগুলোও আমাদের মাথায় রাখতে হচ্ছে। সে নিজেকে বারবার প্রমাণ করেছে। তার অধীনে আমরা বিশ্বকাপও জিতেছি।

‘এমনকি তরুণ একটি দল নিয়ে সে করফেডারেশন কাপও আমাদের এনে দিয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা চেয়েছি আরও দীর্ঘ সময়ের জন্য তার সঙ্গে কাজ করতে। তাই হুট করে কোনও সিদ্ধান্ত আমরা নেবো না’,-যোগ করেন গ্রিন্ডে।

বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় মুর্ছে পড়েছেন জার্মান ম্যানেজার জোয়াকিম লো। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: আমার দলের বিশ্বকাপ থেকে বিদায় নেয়াটাই উচিত। আমাদের যা প্রাপ্য সেটাই আমরা পেয়েছি। ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার কাছে পারফরম্যান্সই শেষ কথা। এই প্রতিযোগিতায় আমাদের জেতার কোনও অধিকারই ছিল না। শেষ ষোলোর কথা বাদই দিলাম!

পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন: এই মুহূর্তে এর উত্তর দেয়া কঠিন, তবে আমি কয়েক ঘণ্টা ভাবব। এই হতাশা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। কাল (বৃহস্পতিবার) আলাপ করব। দেখা যাক কি হয়…..’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে